খাগড়াছড়ির মহালছড়িতে গরীব-অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে ইউপিডিএফ-এর মহালছড়ি ইউনিট।
গত ১৪, ১৫ ও ১৬ জানুয়ারি ২০২২ মাইচছড়ি, মহালছড়ি সদর ও মুবাছড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৫০ জনের অধিক গরীব-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
মাইচছড়ি ইউনিয়নে কম্বল বিতরণ করেন ইউপিডিএফ সংগঠক প্রকাশ ও জনম। এতে ৫০ জন গরীব-অসহায়কে কম্বল দেওয়া হয়।
অপরদিকে মহালছড়ি সদর ও মুবাছড়ি ইউনিয়নে ১০০ জনের অধিক গরীব-অসহায়’র মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন যথাক্রমে বিজগ, নিশান, বিকাশ, পুরাণ ও রিমান।
এ সময় ইউপিডিএফ সংগঠকবৃন্দ বলেন, ইউপিডিএফ জনসেবামূলক কর্মসূচির অংশ হিসেবে প্রতিবছর গরীব-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকে। প্রকৃত জনগণের পার্টি হিসেবে ইউপিডিএফ জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের পাশাপাশি জনগণের সুখ-দুঃখে পাশে থেকে জনকল্যাণে নানা কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও পার্টি এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে।