বিশেষ প্রতিনিধি।। সিলেটের জৈন্তাপু থানার নিজপাট ইউনিয়নের নয়াবাড়িতে বাঙালি ভূমিদস্যু কর্তৃক খাসিয়া সম্প্রদায়ের ভূমি জোরপূর্বক বেদখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বুধবার (১৬ নভেম্বর ২০২২) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
উক্ত ঘটনায় ভূমির মালিক খোকন রম্বাই বাদী হয়ে আব্দুস সামাদ(৫০) নামে এক জনের বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ সময় গ্রামবাসীরাও থানায় উপস্থিত ছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভূমি দস্যু আব্দুস সামাদ খোকন রম্বাই-এর খতিয়ানভুক্ত (খতিয়ান নং-১৩৫, দাগ নং-৭৭৩) ১৯ শতক বসতভিটার ভূমি বেদখল করার চেষ্টা চালিয়ে আসছে। গতকাল দুপুর ১২টার সময় আব্দুস সামাদের নেতৃত্বে ৪০/৫০ জন লোক উক্ত ভূমি জোরপূর্বক বেদখলের চেষ্টা চালায়। এতে বাধা প্রদান করলে ভূমি দস্যুরা বাদী ও তার পরিবারের লোকজনকে প্রাণে হতার হুমকি প্রদান করে।
অভিযোগপত্রে পরবর্তীতে আইন-শৃঙ্খলার বিঘ্নসহ খুন-খারাবি হওয়ার আশঙ্কা প্রকাশ করে ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের আর্জি জানাানো হয়েছে।
এ বিষয়ে গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, বিগত ২০১৪ সাল থেকে আব্দুস সামাদ আমাদের খাসিয়া সম্প্রদায়ের ভূমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে। গতকাল দুপুরে ভাড়া করা লোক নিয়ে এসে আমাদের ভূমিতে টংঘর নির্মাণ করে জোরপূর্বক বেদখলের চেষ্টা করেছে। আমরা অবিলম্বে আব্দুস সামাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাই।