
নিজস্ব প্রতিনিধি।। খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন সিন্দুকছড়ি ইউনিয়নের ঠাণ্ডাছড়ি থেকে আজ বুধবার (৬ জুলাই ২০২২) বিকালে সেনাবাহিনী কর্তৃক তিন জন নিরীহ গ্রামবাসীকে আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আটককৃত গ্রামবাসীরা হলেন-ললিত কুমার ত্রিপুরা (৩৭), পিতা- স্বপ্ন কুমার ত্রিপুরা, গ্রামঃ ঠান্ডা ছড়ি, নিরুপন চাকমা (৪২), পিতা- অমল কার্বারী, গ্রামঃ যগনা পাড়া ও সুজন চাকমা (৩৫), পিতা- দয়াময় চাকমা, গ্রাম- পক্ষীমুড়ো।
আটককৃতদের মধ্যে ললিত ত্রিপুরা ও নিরুপন চাকমা দীর্ঘদিন ধরে টুকিটাকি কলা, আনারস ও ছাগল ব্যবসা করে আসছেন। আর সুজন চাকমা পক্ষীমুড়ো এলাকায় একটি ছোটখাট চায়ের দোকান চালান বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকাল সাড়ে ৩টার সময় একদল সেনা সদস্য ঠাণ্ডাছড়ি এলাকা থেকে উক্ত তিন ব্যক্তিকে আটক করে। তবে কী কারণে তাদেরকে আটক করা হয়েছে তা জানা যায়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের ছেড়ে দেওয়া হয়নি এবং কোথায়, কিভাবে রাখা হয়েছে তাও জানা যায়নি।
এদিকে আটকের খবর পেয়ে আটককৃতদের অভিভাবকরা সেনাদের সাথে যোগাযোগ করতে গেলে তাদেরকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে খবর পাওয়া গেছে। ফলে পরিবারের লোকজন আটক ব্যক্তিদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।