সাজেকে সেনাবাহিনী কর্তৃক এক পাহাড়ি মোটর সাইকেল চালককে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি।। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচলং এলাকায় গতকাল শনিবার (২২ অক্টোবর ২০২২) সেনাবাহিনী কর্তৃক রবিন চাকমা (২৮) নামে এক পাহাড়ি মোটর সাইকেল চালককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত রবিন চাকমার বাড়ি বাঘাইছড়ির বঙ্গলতলী ইউনিয়নের জারুলছড়ি গ্রামে। তার পিতার নাম ইন্দ্রবান চাকমা। পেশায় তিনি একজন ভাড়ায় মোটর সাইকেল চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর ২টার দিকে রবিন চাকমা বঙ্গলতলী হতে তার ভাড়ায় চালিত মোটর সাইকেল নিয়ে সাজেকের মাচলংয়ে যাচ্ছিলেন। যাবার পথে মাচলং সেনা ক্যাম্পের পার্শ্ববর্তী স্থানে একদল সেনা সদস্য তার মোটর সাইকেল গতিরোধ করে তাকে গ্রেফতার করে। এ সময় সেনারা তার মোটর সাইকেলসহ হাতে যা টাকা ছিল সবকিছু জব্দ করে।

পরে তাকে চাঁদার রশিদ বই গুজে দিয়ে ‘ইউপিডিএফের কালেক্টর’ সাজিয়ে সাজেক থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

আজ রবিবার (২৩ অক্টোবর) সকালে তাকে রাঙামাটি জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা বলেন, রবিন চাকমা একজন সাধারণ মোটর সাইকেল চালক। তিনি ভাড়ায় মোটর সাইকেল চালিয়ে কোন রকমে জীবন-যাপন করেন। তাকে মিথ্যাভাবে ইউপিডিএফ কর্মী সাজানো হয়েছে, যা খুবই নিন্দনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *