নিজস্ব প্রতিনিধি।। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের গঙ্গারাম এলাকার রামছড়া গ্রামে টংগোলো চাকমা নামে এক গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ রবিবার (২৮ আগস্ট ২০২২), দুপুরে এ তল্লাশির ঘটনা ঘটে।
বাড়ি তল্লাশির শিকার টংগোলো চাকমা রামছড়া গ্রামের নাগচ্ছে চাকমার ছেলে। তিনি সাধারণ একজন ব্যবসায়ী। মৌসুম অনুসারে ঝাড়ুফুল, হলুদ, কলা ইতাদি ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন বলে স্থানীয়রা জানান।
জানা যায়, আজ দুপুর ২টার সময় হাজাছড়া চৌদগিছড়া সেনা ক্যাম্প থেকে ১০ জনের একটি সেনা দল রামছড়া গ্রামে যায়। এ সময় সেনারা টংগোলো চাকমার বাড়ির দরজার তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালায়। এ সময় তিনি ও পরিবারের লোকজন সবাই কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে তল্লাশির পর সেনারা তার একটি টংঘরও ভাঙচুর করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে কী কারণে তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে তা জানা যায়নি।