সাজেকে একজনের বাড়িতে ও আরেকজনের দোকানে সেনাবাহিনীর তল্লাশি

রাঙামাটির সাজেকে বাঘাইহাট জোনের সেনা সদস্যরা একজনের বাড়িতে ও আরেকজনের দোকানে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার (১৯ ডিসেম্বর ২০২০) সকালে এ তল্লাশির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার সময় বাঘাইহাট জোন থেকে একটি পিকআপে করে একদল সেনা সদস্য শুকনোছড়া গ্রামে গিয়ে উক্ত গ্রামের বাসিন্দা চিক্তো চাকমার ছেলে দিপ্পে চাকমার বাড়িতে তল্লাশি চালায়। এসময় বাড়ির বিভিন্ন জিনিসপত্র তছনছ করে দেওয়া হয়।

পরে সেনারা একই গ্রামের জোড়া ব্রীজ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রত্ন জ্যোতি চাকমা, পিতা- উদয় মনি চাকমার চা দোকানে প্রবেশ করে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় সেনারা তার কাছ থেকে ‘অস্ত্র কোথায় রাখা হয়েছে’ বলে জিজ্ঞাসাবাদ করে।

কিন্তু তল্লাশির পরও অবৈধ কোন কিছু না পেয়ে সেনারা জোনে ফিরে যায় বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *