নিজস্ব প্রতিনিধি।। বান্দরবানের লামা উপজেলার লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক রংধজন ত্রিপুরা, সদস্য সচিব লাংকম ম্রো, সদস্য মতি ত্রিপুরা ও যোহন ত্রিপুরার নামে নতুন আরো একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে গত এক মাসের মধ্যে ভূমি রক্ষা সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ ও পাড়াবাসীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে ৩টি মামলা দায়ের করা হলো।
গত ১৩ সেপ্টেম্বর ২০২২ লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উক্ত নতুন মামলাটি দায়ের করেন মো. ফারুক (১৮), নামে সরই উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্র। উক্ত মামলায় মো. ইউনুছ, মো. ইব্রাহিম ও মো. শফি নামে তিন জন বাঙালিকেও আসামি করা হয়েছে। মামলাটির ধারা- ১৪৩/৪৪৮/৩২৩/৩০৭/৩৮০/৫০৬ (২)/৩৪ দ:বি:।
মামলা দায়েরকারীর বাড়ি সরই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাবিবুর রহমান পাড়ায়। তার পিতার নাম নূর আহাম্মদ।
অভিযোগপত্রে ঘটনার তারিখ ২৩/৬/২০২২ রাত অনুমান ১১:০০টা, ঘটনাস্থল উল্লেখ করা হয়েছে সরই উচ্চ বিদ্যালয় হোস্টেল এবং ৩০/০৮/২০২২ দিবাগত রাত ১:৩০টা, ঘটনাস্থল উল্লেখ করা হয়েছে হাবিবুর রহমান পাড়াস্থ বাদীর বসতবাড়ি।
অভিযোগকারী তার অভিযোগপত্রে উভয় ঘটনায় তাকে মারধর, হত্যা চেষ্টা ও হুমকি দেয়ার মিথ্যা অভিযোগ করেছেন। যা সর্বৈব মিথ্যা ও বানোয়াট বলে জানা গেছে।
এর আগে গত ১৪ আগস্ট ও ৭ সেপ্টেম্বর লামা রাবার ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজার পরিচয়ধারী মো. আব্দুল মালেক একই আদালতে পৃথক দুটি মিথ্যা মামলা দায়ের করেছিলেন।
মূলত সরই ইউনিয়নের লাংকম ম্রো পাড়া, রেংয়েন ম্রো পাড়া ও জয়চন্দ্র পাড়ায় বসবাসকারী ম্রো ও ত্রিপুরাদের ৪০০ একর জুমভূমি বেদখল করতেই লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কর্তৃপক্ষ ও তাদের লেলিয়ে দেওয়া লোকজন ম্রো ও ত্রিপুরা পাড়াবাসীদের নানা হয়রানি, অত্যাচার-নির্যাতন চালাচ্ছে।
সর্বশেষ ৬ সেপ্টেম্বর রাবার কোম্পানির লোকেরা রেংয়েন ম্রো পাড়াবাসীদের পানির উৎস কলাইয়া ঝিরিতে বিষ ঢেলে দিয়ে পানি বিষাক্ত করে দিয়েছিল। এর আগে ১ সেপ্টেম্বর তারা ম্রোদের ক্ষেত থেকে ২৫ মণের অধিক মিষ্টি কুমড়ার লুট করেছিল বলে অভিযোগ রয়েছে। ভূমি রক্ষা আন্দোলনে যুক্ত নেতৃবৃন্দের নামে নতুন মামলা দায়েরের ঘটনাটিও তারই অংশ।