লক্ষ্মীছড়িতে সেনাবাহিনী কর্তৃক পিসিপি ও যুব ফোরামের দুই নেতাকে আটক

নিজস্ব প্রতিনিধি।। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সড়ক অবরোধ কর্মসূচি পালনকালে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সহ-সভাপতি রিটন চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের উপজেলা সাংগঠনিক সম্পাদক শুভধন চাকমাকে সেনাবাহিনী কর্তৃক আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, আজ সোমবার (২১ মার্চ ২০২২) সকাল সাড়ে ৮টার দিকে পিসিপি ও যুব ফোরামের নেতা-কর্মীরা উপজেলার সমুর পাড়া এলাকায় ইউপিডিএফ’র ডাকা সড়ক অবরোধের সমর্থনে রাস্তায় পিকেটিং করছিলেন। এ সময় লক্ষ্মীছড়ি সেনা জোন থেকে একদল সেনা সদস্য সেখানে গিয়ে উপস্থিত হয়ে তাদেরকে ধাওয়া করে। এ সময় মোটর সাইকেল চালক মো. রতন, মো. জাফর ও মো. খুট্টি (ডাকনাম) নামের সেটলার বাঙালিরা তাদেরকে ধরে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। সেটলার তিনজনের বাড়ি সাঁওতাল পাড়া এলাকায় বলে জানা গেছে।

আটকের পর তাদেরকে লক্ষ্মীছড়ি সেনা জোনে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *