রোয়াংছড়িতে দুর্বৃত্তের গুলিতে এক জুম্ম গ্রামবাসী নিহত

নিজস্ব প্রতিবেদক।। বান্দরবান পার্বত্য জেলাধীন রোয়াংছড়ি উপজেলা সদর এলাকার মংসিংশৈ মারমা (৩৭), পিতা-মৃত নিংসামং মারমা নামের এক জুম্ম গ্রামবাসী অজ্ঞাতনামা দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে, নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রমতে, সেনামদদপুষ্ট মগ পার্টির সন্ত্রাসীরাই এই হত্যাকান্ড ঘটিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ২৬ ফেব্রুয়ারি ২০২২ দুপুর আনুমানিক ১২:০০ টার দিকে উপজেলার রোয়াংছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের নতুন পাড়া এলাকায় নিজ বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় মংসিংশৈ মারমাকে একদল সশস্ত্র লোক এসে গুলি করে চলে যায়। এসময় গুলি লেগে ঘটনাস্থলেই মংসিংশৈ মারমা মারা যায়। তবে কে বা কারা গুলি করে চলে যায় তা নিশ্চিত করে জানা যায়নি।

জানা গেছে, মংসিংশৈ মারমা একসময় দীর্ঘদিন যাবৎ রোয়াংছড়ি থানা কমিটির পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। কিন্তু সাম্প্রতিককালে এলাকার পরিস্থিতি খারাপ হলে নিজেকে সাংগঠনিক কার্যক্রম থেকে দূরে সরিয়ে নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকটি সূত্রমতে, স্থানীয় সেনাবাহিনী কিছুদিন ধরে তাকে নানাভাবে নিজেদের কাজে লাগানোর চেষ্টা করছিল। ইতোমধ্যে মগ পার্টির সন্ত্রাসীদের সাথে মংসিংশৈ মারমার একাধিকবার ফোনে বাকবিতন্ডা হয় বলেও জানা যায়। উক্ত সূত্রটির মতে, মগ পার্টির সন্ত্রাসীরাই মংসিংশৈ মারমাকে খুন করতে পারে।

জানা গেছে, রোয়াংছড়ি সেনা ক্যাম্প থেকে নিহত মংসিংশৈ মারমার বাড়ির দূরত্ব বড় জোর ২৫০ হতে ৩০০ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *