নিজস্ব প্রতিবেদক।। বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নে মুলফি পাড়া গ্রামে সেনাবাহিনী কর্তৃক ৫ নিরীহ গ্রামবাসীর বাড়িতে তল্লাশির অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার (১ এপ্রিল ২০২২)) সকাল ৮ টার দিকে এ তল্লাশির ঘটনা ঘটে বলে জানা যায়।
যাদের বাড়িতে তল্লাশি চালানো হয় তারা হলেন- ১. মংউয়ে মারমা (৬০), পিতা-অজ্ঞাত, ২. মোবাসিং মারমা (৪২), পিতা- সিখৈউ মারমা, ৩. উহ্লাসিং মারমা (৫০), পিতা-ক্যওমং মারমা, ৪. সাসিনু মারমা (৩৯), পিতা-ক্যওমং মারমা, ৫. আর ক্যও প্রু মারমা (৫০), পিতা- অজ্ঞাত।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রুমার মোনম সেনাক্যাম্প তেকে একটি সেনাদল মুলফি পাড়া গ্রামে গিয়ে অবস্থান নেয়। পরে রাতে সেনারা ওই গ্রাম থেকে কয়েকজন যুবককে নিয়ে পার্শ্ববর্তী উজানী পাড়ার দিকে দাব্রোখ্যং ঝিরি এলাকায় গিয়ে গ্রামবাসীদের কিছু পুরোনো জুমঘরে তল্লাশি করে।
এরপর আজ সকাল ৮ টার দিকে সেনাদলটি আবার মুলফি পাড়ায় এসে উক্ত ৫ গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিকালে সেনারা বাড়ির জিনিসপত্র সব তছনছ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।