রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক ৩ জনকে অপহরণ, ১ জনকে অস্ত্র গুঁজে দিয়ে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক।। রাঙ্গামাটির মগবান ইউনিয়নের পৃজুছড়া থেকে সেনাবাহিনী কর্তৃক ৩ জন নিরীহ গ্রামবাসীকে ধরে নেয়ার পর ১ জনকে অস্ত্র গুঁজে দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অপহরণের শিকার ৩ জন ব্যাক্তিরা হলেন- দয়ন্ত চাকমা (৫২), পিতা- চিকন পেদা চাকমা, অংশাপ্রু মারমা (৫৪), পিতা- খলোচী মারমা, এবং জ্ঞান রতন চাকমা (৩৫), পিতা- বিমল কান্তি চাকমা। তাদের সকালে বাড়ি মগবান ইউনিয়নের পৃজুছড়ায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার (৯ ফেব্রয়ারি) রাত ৩:০০ টায় জীবতলী সেনানিবাস ও গবঘোনা সেনা ক্যাম্প কম্যান্ডার ক্যাপ্টেন মোঃ মাহমদুল নেতৃত্বে ৩০/৩৫ জনের একদল সেনা যৌথভাবে একটি ট্রলার যোগে গিয়ে মগবান ইউনিয়নে পৃজুছড়া নামক স্থানে তল্লাসী অভিযান পরিচালনা করে। সেখানে তারা ভুক্তভোগী ৩ জনের বাড়ি ঘেরাও করে ভোর ৫:০০ টার দিকে তিনজনকে জীবতলী সেনানিবাসে নিয়ে যায়।

এরপর সকালে জানাজানি হলে স্থানীয় মগবান ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার সবিনয় চাকমা, ২ নং ওয়ার্ড মেম্বার মোঃ মহমদুর হক ও ৩ নং ওয়ার্ড কিরণ বিকাশ চাকমা সকাল ৯:০০ টার দিকে জীবতলী সেনানিবাসে গেলে অংশাপ্রু মারমা (৫৪) ও জ্ঞান রতন চাকমা (৩৫)-কে ছেড়ে দিলেও দয়ন্ত চাকমাকে একটি দেশীয় (গাদা বন্দুক) অস্ত্র গুঁজিয়ে দিয়ে রাঙামাটি কোতোয়ালি থানার পুলিশের কাছে সোপর্দ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *