নিজস্ব প্রতিবেদক।। রাঙামাটি শহরের মাতৃমঙ্গল ক্লিনিক এলাকা থেকে সেনাবাহিনী কর্তৃক টুক্ক চাকমা (৩০) নামে এক ব্যক্তিকে আটকের অভিযোগ পাওয়া গেছে।
আজ রবিবার (৩০ অক্টোবর ২০২২) তাকে আটক করা হয় বলে জানা গেছে।
আটক টুক্ক চাকমার বাড়ি রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পানছড়ি পাড়ায়। তার পিতার নাম অমল কান্তি চাকমা।
জানা গেছে, টুক্ক চাকমা গত ৫/৬ দিন আগে তার সন্তান সম্ভবা স্ত্রীকে রাঙামাটি সরকারি মাতৃমঙ্গল ক্লিনিকে ভর্তি করান। সেই ক্লিনিকে তার স্ত্রীর একটি মেয়ে সন্তানের জন্ম হয়।
সদ্য জন্ম নেওয়া শিশুটি অসুস্থ হলে আজ ডাক্তারের পরামর্শে ঔষধ ক্রয় করার জন্য মাতৃমঙ্গল ক্লিনিক হতে বের হয়ে রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন টুক্ক চাকমা। এমন সময় একটি পিক-আপে করে একদল সেনা সদস্য এসে সেখান থেকে তাকে আটক করে নিয়ে যায়।
রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে ছেড়ে দেয়ার খবর পাওয়া যায়নি।