রাঙামাটির সুবলংয়ে ৮ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি

রাঙামটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নে সেনাবাহিনী ৮ গ্রামবাসীর বাড়ি তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ১৭ আগস্ট ২০২০ সোমবার আনুমানিক বেলা ২টার সময় সুবলং আর্মি ক্যাম্পের (২০ বেঙ্গল) ক্যাপ্টেন রেজাউল-এর নেতৃত্বে একদল সেনা সদস্য সন্ত্রাসী খোঁজার নামে সুবলং ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ডের স্থানীয় ৮ নিরীহ গ্রামবাসীর বাড়িঘরে তল্লাশি চালায়।

যাদের বাড়ি-ঘরে তল্লাশি চালানো হয়েছে তারা হলেন – ১) প্রমোদ চাকমা (২৬), পিতা- নলিনী রঞ্জন  চাকমা, সাং-বাঘা মুখ; ২) উত্তম চাকমা (৩৭), পিতা- মৃত কুল্যে পাত্তি চাকমা, সাং-বাঘা মুখ; ৩) পতঙ্গ চাকমা (৬০), পিতা- মৃত বাদি বৈদ্য চাকমা, সাং- যৌথ খামার; ৪) অরুন চাকমা (৪২) পিতা- শ্যাম চেদা চাকমা, সাং-যৌথ খামার, ৫) কিরন চাকমা (২৫), পিতা- বিমল চাকমা, সাং-যৌথ খামার, ৬) বিমল চাকমা (৪৮), পিতা- মৃত চন্দ্র মোহন চাকমা, সাং-যৌথ খামার, ৭) চন্দ্র সেন চাকমা (৭০), পিতা- মৃত ইন্দ্র কুমার চাকমা, সাং-যৌথ খামার; এবং ৮) বিনিময় চাকমা (৪২), পিতা- চন্দ্র সেন চাকমা, সাং-যৌথ খামার।

তল্লাশিকালে সেনা সদস্যরা বাড়ির জিনিষপত্র তছনছ করে দিয়েছে ও বাড়ির লোকদেরকে অহেতুক জিজ্ঞাসাবাদ করে হয়রানি করেছে বলে ভুক্তভোগী গ্রামবাসীরা অভিযোগ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *