
নিজস্ব প্রতিবেদক।। রাঙামাটির কুদুকছড়ি বাজারে সেনাবাহিনী কর্তৃক এক ব্যক্তিকে অমানুষিক শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
আজ রবিবার (৫ জুন ২০২২) দুপুরে এ নির্যাতনের ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার ব্যক্তির নাম টুক্কুলো চাকমা (৩০), পিতা- কান্দারা চাকমা, গ্রাম- বাজেছড়া, সাবেক্ষ্যং ইউপি, নান্যাচর। তিনি পেশায় একজন ভাড়ায় মোটর সাইকেল চালক।
জানা যায়, আজ কুদুকছড়ি বাজারের সাপ্তাহিক হাটবার। দুপুর ১:৩০টার সময় টুক্কুলো চাকমা মোটর সাইকেলের যাত্রীর জন্য বাজারে নোনা চাকমার দোকানে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় কুদুকছড়ি সেনা ক্যাম্প থেকে একদল সেনা সদস্য এসে তাকে ঘিরে ধরে “ইউপিডিএফ’র চাঁদা কালেক্টর’ তকমা লাগিয়ে দিয়ে মারধর করতে থাকে। এরপর সেনারা তাকে বেঁধে ক্যাম্পে নিয়ে যায়। ক্যাম্পে নেয়ার পর তার ওপর আবারো অমানুষিক শারীরিক নির্যাতন চালানো হয়।
পরে বিকাল ৫টার দিকে স্থানীয় মুরুব্বীদের মাধ্যমে তাকে আহত অবস্থায় ছেড়ে দেওয়া হয়। নির্যাতনের ফলে তিনি শরীরে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন। ফলে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় জনগণের অভিযোগ, মো. সেলিম নামে এক ব্যক্তির ইশারায় সেনারা মিথ্যা অভিযোগে টুক্কুলো চাকমাকে অন্যায়ভাবে নির্যাতন করেছে। বিনা কারণে এ নির্যাতনের ঘটনায় এলাকার জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।