রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রাম থেকে সেনাবাহিনী কর্তৃক দুই নিরীহ গ্রামবাসীকে আটকের অভিযোগ পাওয়া গেছে।
আটককৃতরা হলেন- সোনাধন চাকমা(২২), পিতা- সজীব চাকমা ও চিক্কো চাকমা (৪৫), পিতা-মৃত চিন্তা হরণ চাকমা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ২০২০ বুধবার রাত আনুমানিক ১১টার সময় মোড়ঘোনা গ্রামের বাসিন্দা সোনাধন চাকমাকে তার নিজ বাড়ি থেকে মগবান ইউনিয়স্থ বড়াদম দেপ্পোছড়ি সেনা ক্যাম্পের ১০/১৫ জনের একদল সেনা আটক করে নিয়ে যায়। সোনাধন চাকমা মোড়ঘোনার পাশ্বর্বতী স্মৃতি মন্দরি এলাকায় একজন দোকানদার।
অপরদিকে ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার সকাল ৬টার সময় একই গ্রামের চিক্কো চাকমা (৪৫), পিতা- মৃত চিন্তা হরণ চাকমাকে তার নিজ বাড়ি থেকে সেনারা আটক করে নিয়ে যায়। চিক্কো চাকমা একজন চা দোকানদার এবং চা বিক্রি করে সংসার চালাচ্ছেন বলে জানা গেছে।
আটক ব্যক্তিদের খোঁজ খবর নিতে গতকাল সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে মগবান ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা এবং একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার দিপুরন চাকমা ও স্হানীয় গ্রামের কার্বারী অনুপম চাকমা (সুধীর) বড়াদম দেপ্পোছড়ি ক্যাম্পে যান।
এ সময় ক্যাম্পের দায়িত্বরত কমাণ্ডার তাদেরকে সাফ জানিয়ে দেন যে, ‘তারা চাঁদাবাজ ও জেএসএসের সাথে নিয়মিত যোগাযোগ করে। তাদেরকে ছেড়ে দেওয়া সম্ভব নয়’।
আটক দুই গ্রামবাসীকে গতকাল পর্যন্ত থানায় হস্তান্তর করা হয়নি বলে জানা গেছে। ফলে তাদেরকে নিয়ে পরিবারের লোকজন উদ্বেগ প্রকাশ করেছেন।