রাঙামটিতে জনসংহতি সমিতি (জেএসএস)-এর জেলা কমিটির সদস্য নিকোলাই পাংখোকে গ্রেফতারের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭:৩০টার দিকে রাঙামাটি শহরের বিজন সরনীর বাসা থেকে সেনাবাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
গ্রেফতারের পর তাকে রাঙামাটি সেনা জোনে নেয়া হয়েছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তাকে ছেড়ে দেয়া বা পুলিশের নিকট হস্তান্তরের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সেনাবাহিনীর দমন-পীড়ন বৃদ্ধি পাওয়ায় নিকোলাই পাংখো এতদিন বিভিন্ন জায়গা পালিয়ে ছিলেন। বৃহস্পতিবার বাসায় আসার পরদিন সেনাবাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে নিয়ে গেছে।