মানিকছড়িতে ইউপিডিএফ সংগঠককে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা আজ বৃহস্পতিবার (৪ জুন ২০২০) এক বিবৃতিতে জেলার মানিকছড়িতে ইউপিডিএফের রামগড় উপজেলা ইউনিটের সংগঠক ভূবন ত্রিপুরা ওরফে অপুকে (৪৩) গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে তাকে মুক্তির দাবি করেছেন।
জানা যায়, আজ বিকাল ৩টার দিকে সাংগঠনিক কাজ শেষে রামগড়ে ফেরার পথে মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের ন’ভাঙা নামক স্থানে পৌঁছলে ৩টি মোটর সাইকেলে করে সাদা পোশাকধারী একদল সেনা সদস্য তাকে ঘিরে ফেলে। পরে সেনারা তাকে গ্রেফতার করে মানিকছড়ির বাটনাতলী ক্যাম্পে নিয়ে যায় বলে জানা গেছে।
সংবাদ মাধ্যমে প্রদত্ত বিবৃতিতে অংগ্য মারমা উদ্বেগ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফের ওপর পরিকল্পিতভাবে রাজনৈতিক দমন-পীড়ন চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে নেতা-কর্মীদের প্রতিনিয়ত অন্যায়ভাবে ধরপাকড় করা হচ্ছে।
তিনি  অবিলম্বে ভূবন ত্রিপুরাকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *