মাটিরাঙ্গার ওয়াসু এলাকায় সেনা ক্যাম্প স্থাপনের পাঁয়তারা

নিজস্ব প্রতিবেদক।। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ওয়াসু এলাকায় নতুন করে সেনা ক্যাম্প স্থাপনের খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রবিবার (২৬ জুন ২০২২) মাটিরাঙ্গা সেনা জোনের একদল সেনা সদস্য মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অভ্যা মৌজাস্থ জল কুমার কার্বারি পাড়ায় গিয়ে সেখানে পরিত্যক্ত একটি ক্যাম্পের স্থানে পূনরায় ক্যাম্প স্থাপনের প্রস্তুতি শুরু করেছে। এ লক্ষ্যে ওই স্থানের পার্শ্ববর্তী ১নং রাবার প্রকল্প এলাকায় অস্থায়ী ব্যারাক নির্মাণ করে সেখানে প্রায় ৪০ জনের একটি সেনা দল অবস্থান করছে।

স্থানীয়রা জানিয়েছেন, এর আগে ২০২১ সালের মে মাসের দিকে সেনাবাহিনী সেখানে ক্যাম্প স্থাপনের চেষ্টা করেছিল। কিন্তু ওই এলাকার জনগণের আপত্তির কারণে সে সময় ক্যাম্প স্থাপন করা হয়নি।

নতুন করে সেখানে আবারো ক্যাম্প স্থাপনের খবরে স্থানীয় এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা সেখানে ক্যাম্প স্থাপনের কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে সরকার ও জনসংহতি সমিতির মধ্যেকার স্বাক্ষরিত চুক্তি মোতাবেক অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার ও পরিত্যক্ত ক্যাম্পের জায়গাগুলো মূল মালিক বা জেলা পরিষদের নিকট হস্তান্তরের শর্ত রয়েছে। কিন্তু দীর্ঘ দুই যুগেও সেই শর্ত মেনে চলা হয়নি। উপরন্তু নতুন করে সেনা ক্যাম্প স্থাপনের মাধ্যমে চুক্তি লঙ্ঘন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *