খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার কিয়াংঘাট ইউনিয়নের করল্যাছড়ি মুখ পাড়ায় এক ইউপিডিএফ সদস্যের পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ ও বাড়ির জিনিসপত্র লুট করেছে সন্ত্রাসীরা।
আজ শুক্রবার (২৭ মার্চ) দুপুর ১টার সময় রাষ্ট্রীয় বিশেষ মহলের মদদপুষ্ট একদল সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ সদস্য সোনা চাকমা ওরফে বিকাশ এর বাড়িতে গিয়ে তার স্ত্রীসহ পরিবারের লোকজনকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ সময় সন্ত্রাসীরা তাদের মোবাইল ফোন কেড়ে নেয় এবং বাড়ির জিনিসপত্রও লুট করে নিয়ে যায়।
এদিকে সন্ত্রাসীরা খাগড়াছড়ি সদর এলাকায় অবস্থান করা ইউপিডিএফ’র অন্যান্য সদস্যদের পরিবারগুলোকেও বাড়ি ছেড়ে চলে যেতে হুমকি দিচ্ছে বলে খবর পাওয়া গেছে।