বিলাইছড়িতে সেনাবাহিনী কর্তৃক ২ ভাইকে নির্যাতন ও ক্যাম্পে নিয়ে হয়রানির অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক।। রাঙামাটির বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নের বাঙালকাটা চৌমুহনি এলাকায় সেনাবাহিনী কর্তৃক মিন্টু চাকমা (৪০) ও সন্তু চাকমা (৩৫) নামে দুই ভাইকে অমানুষিক শারীরিক নির্যাতন ও ক্যাম্প নিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এছাড়া তাদের বাড়িতেও ব্যাপক তল্লাশি চালানো হয়েছে বলে জানা গেছে।

নির্যাতন ও হয়রানির শিকার দুই ভাই কেংড়াছড়ি ইউনিয়নের বাঙালকাটা গ্রামের মৃত হীরালাল চাকমার ছেলে।

জানা যায়, আজ মঙ্গলবার (২৩ আগস্ট ২০২২) সকাল আনুমানিক ১০ টার দিকে সেনাবাহিনীর বিলাইছড়ি সেনা জোনের (৩২ বীর) একদল সেনা সদস্য কেংড়াছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাঙালকাটা চৌমুহনি এলাকায় হানা দেয়। এ সময় সেনারা সেখানে একটি দোকানের ভিতর অবস্থানরত মিন্টু চাকমাকে জোরপূর্বক টেনেহেঁচড়ে দোকানের বাইরে নিয়ে আসে। এরপর সেনা সদস্যরা মিন্টু চাকমাকে তার বসতভিটায় নিয়ে গিয়ে তার হাত-পা বেঁধে অমানুষিকভাবে মারধর করে। এসময় সেনা সদস্যরা মিন্টু চাকমার বাড়িতেও ব্যাপক তল্লাশি চালায় এবং জিনিসপত্র তছনছ করে দেয়।

এরপর সকাল আনুমানিক ১১:১০ টার দিকে সেনা সদস্যরা মিন্টু চাকমাকে নিয়ে তার ছোট ভাই সন্তু চাকমার চায়ের দোকানে যায়। এসময় সেনা সদস্যরা একই কায়দায় সন্তু চাকমাকেও তার দোকান থেকে টেনেহেঁচড়ে বাইরে এনে বেদম মারধর করে। পরে সেনা সদস্যরা সন্তু চাকমার বাড়ি ও পার্শ্ববর্তী তার ছোট ভাই মন্টু চাকমার বাড়িতে ব্যাপক তল্লাশি চালায়। তবে মন্টু চাকমা এ সময় বাড়িতে ছিলেন না।

এরপর দুপুর ১:০০ টার দিকে সেনা সদস্যরা মিন্টু চাকমা ও সন্তু চাকমাকে বিলাইছড়ি সেনা জোনে নিয়ে যায়।

পরে খবর পেয়ে কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য সাধন চাকমা ও ১২৭ নং কেরনছড়ি মোজার হেডম্যান সুনিক জ্যোতি তালুকদার বিলাইছড়ি সেনা জোনে গিয়ে দুই ভাইয়ের মুক্তি চাইলে বিকাল আনুমানিক ৫:২০ টার দিকে তাদেরকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *