নিজস্ব প্রতিনিধি।। বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের পুরাতন চড়ই পাড়ায় সেনাবাহিনী কর্তৃক টিটি প্রু মারমা (২৪) নামে এক নারীকে হেনস্থা, হুমকি প্রদান ও তাঁর বাড়িতে তল্লাশি চালানোর অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে গত ২১ সেপ্টেম্বর ২০২২ বিকালের দিকে।
হেনস্থার শিকার টিটি প্রু মারমা কুহালং ইউনিয়নের পুরাতন চড়ুই পাড়ার পাইমংউ মারমার স্ত্রী।
জানা যায়, ঐদিন বিকাল ৩টার দিকে বান্দরবান সেনা জোনের জনৈক জোন কমাণ্ডারের নেতৃত্বে ১৫-২০ জনের সেনা ও পুলিশের যৌথ দল কুহালং ইউনিয়নের পুরাতন চড়ুই পাড়া গ্রামে যায়। এ সময় সেনা সদস্যরা ঘুমন্ত টিটি প্রু মারমাকে ঘুম থেকে জাগিয়ে তুলে তার বাড়ি তল্লাশি করতে চাইলে তিনি বাড়িতে অবৈধ কোন কিছু নেই দাবি করে বাড়ি তল্লাশিতে অপরাগতা প্রকাশ করেন। এতে সেনা সদস্যরা বাড়িতে লাথি মেরে টিটি প্রু মারমাকে ভয় দেখায়। এ সময় তার স্বামী বাড়িতে ছিলেন না।
পরে সেনা সদস্যরা টিটি প্রু মারমাকে তাদের সাথে ধরে নিয়ে যেতে চাইলে গ্রামের নারী-পুরুষ এগিয়ে এসে সেনা সদস্যদের হাত থেকে তাকে উদ্ধার করেন। এ সময় সেনাদলটির কমাণ্ডার গ্রামবাসীদের দেখে নেয়ার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।
পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর নিপীড়ন-নির্যাতন দিন দিন বেড়েই চলছে। সাধারণ মানুষ এমনকি নারীরা পর্যন্ত এখন নিরাপদে বসবাস করতে পারছেন না।