বান্দরবানে সেনাবাহিনী কর্তৃক দুই পাহাড়ি গ্রামবাসীকে আটক

বান্দরবান সদর ইউনিয়নের জয়মোহন পাড়া থেকে সেনাবাহিনী কর্তৃক দুই পাহাড়ি গ্রামবাসীকে আটকের অভিযোগ পাওয়া গেছে।

আটককৃতরা হলেন- ইন্দ্রমোহন চাকমা (৩২), পিতা-গুরুল চাকমা ও নরম্যা চাকমা (২৮), পিতা- লালন চাকমা।

জানা যায়, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২০) রাত ৯টার দিকে সেনাবাহিনীর একদল সদস্য একটি গাড়িতে করে গিয়ে জয়মোহন পাড়ায় প্রবেশ করে। এ সময় সেনারা নিজ নিজ  বাড়ি থেকে উক্ত দুই গ্রামবাসীকে আটক করে নিয়ে যায়। এসময় সেনা সদস্যদের সাথে দুজন মুখোশ পরিহিত লোক ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে গতকাল শুক্রবার বান্দরবান সদর ইউপি চেয়ারম্যান সাবুখই মারমা এবং পার্শ্ববর্তী কুহালং ইউপির চেয়ারম্যান সানুপ্রু মারমাসহ আটককৃতদের পিতাগণ বান্দরবান সেনা ব্রিগেড অফিসে গিয়ে ভুক্তভোগী ব্যক্তিদের খোঁজ নিলে ব্রিগেডের সেনা সদস্যরা এ ব্যাপারে জানার কথা অস্বীকার করেন।

আজ উক্ত দুই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে ব্রিগেড কম্যান্ডারের সাথে দেখা করার কথা ছিল। তবে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তারা দেখা করতে পেরেছেন কিনা তা জানা যায়নি এবং আটককৃতদেরও ছেড়ে দেয়ার খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *