বান্দরবানে পাহাড়ি মালিকানাধীন রাবার বাগান পুড়িয়ে দিলো ভূমি দস্যুরা!

করোনা ভাইরাস মহামারির দুর্যোগের মধ্যেও থেমে নেই বান্দরবানের ভূমি দস্যুরা। স্থানীয় পাহাড়িদের নিজ জায়গা-জমি থেকে উচ্ছেদ করতে তারা মরিয়া হয়ে উঠেছে।
গত শনিবার (১৮ এপ্রিল) ভূমি দস্যু জিকে শামীম ও জসিম উদ্দিন মন্টুদের মালিকানাধীন সিলভান ওয়াই রিসোর্টের লোকজন কর্তৃক আগুন দিয়ে পাহাড়িদের মালিকানাধীন রাবার বাগানের ৫ হাজারের অধিক রাবার গাছ পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় বাগান মালিক বীরেন্দ্র ত্রিপুরা থানায় মামলা করতে গেলে ওসি মামলা নেয়নি বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। এলাকাবাসী অভিযোগ করে বলেন, সিলভান ওয়াই রিসোর্টের তাণ্ডবে ইতিমধ্যে সাঙ্গাই মারমা পাড়া উচ্ছেদ হয়ে গেছে। পার্শ্ববর্তী স্থানীয় পাহাড়ি গ্রামবাসীদের জমি বেদখল করা হচ্ছে দেদারসে। স্থানীয় প্রশাসনকে বার বার বিষয়টি অবগত করার পরেও শুধু তদন্তের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে পুরো ব্যাপারটা। প্রশাসন যতটুকু নির্দেশনা দিয়েছেন সেটাও অবজ্ঞা করে চলছে সিল্ভান ওয়াই রিসোর্ট কর্তৃপক্ষ।ইতোপূর্বে ভুক্তভোগী গ্রামবাসীরা প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছেন। তারপরও ভূমি দস্যুদের তাণ্ডব থেমে নেই। তাই তারা ভূমি দস্যুদের কবল থেকে রক্ষা পেতে আবারো প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *