নিজস্ব প্রতিনিধি।। বান্দরবান সদর উপজেলায় জামছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাগমারা হেডম্যান পাড়া এলাকায় ঘরে ঢুকে শৈ চিং মং মারমা (৪০) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (১৫ জুলাই) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
গতকাল বৃহস্পতিবার (১৪ জুলাই ২০২২) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা শৈ চিং মং মারমার ঘরে ঢুকে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত শৈ চিং মং মারমা উপজেলার জামছড়ি ইউনিয়নের বাগমারা হেডম্যান পাড়ার বাসিন্দা। তার পিতার নাম মৃত খিদু মারমা।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শৈ চিং লামা উপজেলার রুপসী পাড়ার বাসিন্দা ছিলেন। গত ১৫-১৬ বছর আগে বাগমারা হেডম্যান পাড়া এলাকায় বসবাস শুরু করেন এবং জুম চাষ করে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বসত ঘরে ঢুকে শৈ চিং মারমাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাটি পুলিশকে জানায়। আজ সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তবে কী কারণে ও কারা তাকে হত্যা করেছে তার সঠিক তথ্য তিনি জানাতে পারেননি।