রাঙামাটির রাজবিলা ইউনিয়নের থংজমা পাড়ায় সিংম্রানু মারমা (৩০) নামে নারীকে ছুরিকাঘাতে হত্যা করে স্বামী রেথোয়াই মারমা(৪০)-কে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি ২০২২) ভোররাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ ভোররাত আনুমানিক ৩টার দিকে রেথায়াই মারমা স্থানীয় ওয়ার্ড মেম্বারকে ফোন করে জানান যে, সন্ত্রাসীরা তার স্ত্রীকে হত্যা করে তাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে পাড়ার লোকজন রেথোয়াই মারমার বাড়িতে গিয়ে মেঝেতে তার স্ত্রী সিংম্রানু মারমার লাশ পড়ে থাকতে দেখেন।
এ ঘটনায় মগপার্টির সন্ত্রাসীদের দায়ি করা হলেও পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। কেউ বলছেন মগপার্টির সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আর অনেকের ধারণা রেথোয়াই মারমা নিজেই স্ত্রীকে খুন করে অপহরণ নাটক সাজিয়েছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, রাজবিলার থংজমা পাড়া থেকে সকালে একজন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশের ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে তিনি জানান।