বরকলের ভূষণছড়ায় পাহাড়িদের জায়গায় সেটলারদের ঘর নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি।। রাঙামাটির বরকল উপজেলার ৪নং ভুষণছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দুই পাহাড়ি গ্রামবাসীর ৪ একর পরিমাণ জায়গায় সেটলাররা ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। ওই জায়গায় পাহাড়ি গ্রামবাসীদের আম ও লিচু বাগান রয়েছে বলে জানা গেছে।

গত রবিবার (৬ নভেম্বর ২০২২) সকাল আনুমানিক ১০ টার সময় মো. জাহাঙ্গীর (২৮) পিতা- মো. সরোয়ার এর নেতৃত্বে ৪-৫ জন সেটেলার বাঙালি উক্ত ঘর নির্মাণ করে বলে স্থানীয়রা জানান।

যাদের জায়গায় ঘর নির্মাণ করা হয়েছে তারা হলেন- প্রাণময় চাকমা (৪০),পিতা-অমর কান্তি চাকমা (৬৫) ও দোয়েল বিকাশ চাকমা (৪২) পিতা- মৃত-অশোক কুমার চাকমা।

জায়গার মালিকরা অভিযোগ করে জানান, গত রবিবার গ্রামের বেশির ভাগ মানুষ স্থানীয় বনবিহারে কঠিন চীবর দান অনুষ্ঠানে যাওয়ার সুযোগে মো. জাহাঙ্গীরের নেতৃত্বে ৪/৫ জন সেটলার বাঙালি এসে তাদের জায়গায় ঘর নির্মাণ করে চলে যায়। পরে জাহাঙ্গীরের সাথে এ নিয়ে মোবাইলে কথা বললে তিনি ‘নির্মিত ঘর ভেঙে দেওয়া হলে ফল ভালো হবে না’ বলে হুমকি দেন।

উক্ত জায়গায় তাদের আম ও লিচু বাগান রয়েছে জানিয়ে পাহাড়ি গ্রামবাসীরা বলেন, এ বিষয়ে বার বার প্রশাসনকে জানানো হলেও প্রশাসন শুধু আশ্বাস ছাড়া কোন পদক্ষেপ নেয়নি। তাই তারা আবারও বিষয়টি সুষ্ঠ সমাধানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *