“পাহাড়ে সেনা সন্ত্রাসের চিত্র”
এ ভিডিওটি দেখুন। পাহাড়িরা দাবি করলে দেশের একশ্রেণি চুলকানি ব্যবসায়ীভাবে পাহাড়ি সেনাবাহিনীর সুনাম নষ্ট করার জন্য বেহুদা দুর্নাম রটাচ্ছে৷ কিন্তু গতকালের ঘটনা নিয়ে একটু চাক্ষুষ প্রমাণ দেখুন। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার নাম করে কি হচ্ছে? কারা প্রকৃত সন্ত্রাসী জানুন।
ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে ভূমিপুত্র ম্রোদের প্রতিবাদ থামাতে এক সেনাসদস্য লাঠি নিয়ে আসে। তারপর সাদা পোশাক পরিহিত আগে থেকে অবস্থান করা বাধা দানকারী আরেক সেনা সদস্যের মার মার হুকুমের পর তিনি ব্যারেল ধরে মারার জন্য উদ্যত হয়ে উঠেন। পাশের জনের বারণের কারণে বন্ধুকের গুলি হয়তো ছুড়েন নি কিন্তু গতকাল ম্রোরা একঝাঁক না গিয়ে দুইজন অথবা তিনজন যদি যেতেন আমি নিশ্চিত সেখানেই তাদের মেরে ফেলা হত। পরের দিন খবরের কাগজে নিউজ হত পাহাড়ি সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গোলাগুলিতে দুইজন পাহাড়ি সন্ত্রাসী নিহত। পাহাড়ের ক্রিমিনালাজেশনের অংশ হিসেবে দেখিয়ে প্রতিদিন জুম্মদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে। -উল্লেখ্য, সাদা পোষাকের ব্যক্তি সকল সেনাসদস্য ও সিকদার গ্রুপের লোকজন। ভাড়া করা শ্রমিক কিংবা কর্মচারিও নন।ভিডিও ফুটেজ আমাদের ফেসবুক পেজ এ