নিজস্ব প্রতিনিধি।। খাগড়াছড়ির পানছড়ি উপজেলা ৩নং পানছড়ি সদর ইউনিয়নের রাঙাপানিছড়া গ্রামে পাঁচ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় সেনাদের সাথে নব্যমুখোশ দুর্বৃত্তদের কয়েকজন ছিল বলে স্থানীয়রা জানান।
আজ মঙ্গলবার (৩০ আগষ্ট ২০২২) ভোর রাতে এই তল্লাশির ঘটনা ঘটে।
যাদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে তারা হলেন- ১. উপান্ত ত্রিপুরা দোকানদার (৪০), পিতা-কঞ্জনিয়া ত্রিপুরা ২. খুকুমণি চাকমা (৩০) পিতা- জ্ঞানরঞ্জন চাকমা, ৩. তুঙ্যা চাকমা (৪৫) পিতা- সত্যবান চাকমা, ৪.সত্যবান চাকমা (৬০) পিতা- মৃত পেদা চাকমা, ৫. লেপ্পং চাকমা (৪৬) পিতা- মঙ্গল চাঁন চাকমা। তারা সবাই রাঙাপানি ছড়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, গতকাল সোমবার (২৯ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১.৩০টায় পানছড়ি সাবজোন থেকে ৬০/৭০ জনের সেনাবাহিনীর একটি দল ১১টি পিকআপে করে প্রথমে পাইলট ফার্ম এলাকার পোড়াবাড়ি পর্যন্ত যায়। এরপর সেনারা দুটি দলে ভাগ হয়ে পায়ে হেঁটে রাঙাপানিছড়া এলাকায় প্রবেশ করে এবং গ্রামটি ঘেরাও ঘরবাড়ি ঘেরাও করে রাখে। পরে ভোররাত ৪টার দিকে সেনারা ঘরবাড়িতে তল্লাশি শুরু করে।
এ সময় সেনা সদস্যদের সাথে থাকা নব্যমুখোশ সদস্যদের মধ্যে নয়নমনি চাকমা ওরফে অক্লান্ত নামে একজনকে চেনা গেছে বলে গ্রামবাসীরা জানান।
উক্ত পাঁচ গ্রামবাসীর ঘরবাড়ি তল্লাশির সময় সেনারা ৭নং ওয়ার্ডের মেম্বার সুভাষ প্রীতি চাকমাকে উপস্হিত রাখে।
গ্রামবাসীরা কেন তাদের ঘরবাড়ি তল্লাশি করা হচ্ছে জানতে চাইলে সেনারা ‘আমরা তথ্য পেয়েছি তোমাদের এলাকায় সশস্ত্র সন্ত্রাসী রয়েছে’ বলে জানান।
পরে কোন কিছু না পেয়ে মেম্বার সুভাষ প্রীতি চাকমার কাছ থেকে একটি কাগজে স্বাক্ষর নিয়ে ভোর ৫টার দিকে ক্যাম্পে ফিরে যায় বলে জানা গেছে।