নিজস্ব প্রতিনিধি।। খাগড়াছড়ির পানছড়িতে পেন্টা ত্রিপুরা (৩৭) নামে সাবেক এক ইউপিডিএফ কর্মীকে সেনা ক্যাম্পে ধরে নিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। চার ঘন্টার অধিক ক্যাম্পে আটকে রেখে হয়রানির পর শর্তসাপেক্ষে তাকে ছেড়ে দেওয়া হয় বলে খবর পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (১সেপ্টেম্বর ২০২২) বিকাল ৫টার সময়ে এই ঘটনা ঘটে।
হয়রানির শিকার পেন্টা ত্রিপুরার পিতার নাম প্রমোদ কান্তি ত্রিপুরা। তার বাড়ি লোগাং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হরি গোঁপাল পাড়ায়। তিনি গত ২ বছর আগে ইউপিডিএফ থেকে অবসর নিয়ে বাড়ির কাজে নিয়োজিত রয়েছেন।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, আজ বিকাল আনুমানিক ৫ টার দিকে পেন্টা ত্রিপুরা তাইন্দং এলাকা থেকে গাছ কাটার কাজ শেষে সঙ্গীসমেত বাড়ি ফিরছিলেন। গত এক সপ্তাহ আগে তিনি কাটার হিসেবে তাইন্দং এলাকায় গাছ কাটার কাজে গিয়েছিলেন। তারা মোহাম্মপুরে এক চায়ের দোকানে চা খেতে গেলে সেখান থেকে ডিজিএফআইয়ের তিন সদস্য ও মো. নাসির নামে ভিডিপির এক সদস্য পেন্টা ত্রিপুরাকে ধরে পানছড়ি সাবজোনে নিয়ে যায়। সেখানে তাকে চার ঘন্টার অধিক আটক রেখে নানা জিজ্ঞাসাবাদ করে হয়রানি করা হয়।
এ রিপোর্ট লেখার কিছু আগে রাত সোয়া ৯টার দিকে ক্যাম্প থেকে তাকে “ভবিষ্যতে আর ইউপিডিএফের কাজ করবে না” এমন শর্ত দিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
এদিকে আজ দুপুর ১:০০টার সময় পানছড়ি বিজিবি জোন থেকে একটি পিক আপে করে এসে পুজগাং, মুনিপুর, বড়কলক এলাকায় ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বান সম্বলিত পোস্টার ছিঁড়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।