রাঙামাটির নান্যাচরে সেনাবাহিনী কর্তৃক এক ইউপি মেম্বারকে আটকের খবর পাওয়া গেছে।
আটক মেম্বারের নাম দিগন্ত চাকমা (৩৫), পিতা- হৃদয় রঞ্জন চাকমা, গ্রাম- লারমা পাড়া।
তিনি নান্যাচর সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার।
জানা যায়, আজ সোমবার (২ মার্চ ২০২০) বিকাল ৫টার সময় ইসলামপুর ক্যাম্পের একদল সেনা সদস্য বেতছড়ি তালুকদার পাড়া মুখ নামক স্থান থেকে তাকে আটক করে।
কী কারণে তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি।
তাকে আটকের ঘটনায় এলাকার জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।