নাইক্ষ্যংছড়িতে কার্বারীসহ ৬ চাক গ্রামবাসীকে মারধর ও আটকের অভিযোগ

 বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের কামিছড়া চাক পাড়ার কার্বারীসহ অন্তত ৬ চাক গ্রামবাসীকে সেনা ও বিজিবি কর্তৃক মারধর ও আটকের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, গতকাল বুধবার (১ সেপ্টেম্বর ২০২১) সকালে আলিকদম জোনের সেনাবাহিনী ও নাইক্ষ্যংছড়ি জোনের বিজিবি’র একটি যৌথ দল দোছড়ি ইউনিয়নের কামিছড়া চাক পাড়ায় অভিযান চালায়।

এ সময় সেনা ও বিজিবি সদস্যরা স্থানীয় কার্বারীসহ ৬ চাক গ্রামবাসী অমানুষিক মারধর করার পর আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

আটককৃতরা হলেন- কামিছড়া চাক পাড়ার কার্বারী মংলাফো চাক (৬০), কার্বারীর ছেলে চিংলামং চাক (৪৫) ও তার মেয়ের জামাই (নাম জানা যায়নি), চিংলাঅং চাক(৫০) ও তাঁর ছেলে (নাম জানা যায়নি) এবং লাগ্যছু চাক(৫৫)।

আজ বৃহস্পতিবার (২ সেপেটম্বর) পর্যন্ত তাদেরকে ছেড়ে দেয়া বা পুলিশের নিকট হস্তান্তরের খবর পাওয়া যায়নি।

উক্ত আটকের ঘটনার ফলে চাক জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

এদিকে গতকাল ঐ এলাকায় ‌‘সন্ত্রাসীদের’ সাথে গোলাগুলি হয়েছে বলে সেনা ও বিজিবি’র পক্ষ থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়েছে। আজও বিজিবি উক্ত এলাকায় ড্রোন উড়িয়ে তল্লাশি অভিযান চালিয়েছে বলে জানা গেছে।

এমতাবস্থায় উক্ত এলাকায় একটা থমথমে অবস্থা বিরাজ করছে বলেই ধারণা করা হচ্ছে। এতে করে চাক জনগোষ্ঠী এলাকায় টিকে থাকতে পারবে কিনা তা নিয়ে সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *