নিজস্ব প্রতিনিধি।। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলাধীন বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি থেকে আনুমানিক আট মাইল উত্তরে উগুদোছড়ি দজর পাড়ায় কথিত সন্ত্রাসীদের আস্তানা গুড়িয়ে দিয়েছে বলে দাবি করছে সেনাবাহিনী।
গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) ভোরে ৫:০০টায় সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোনের একদল সেনাসদস্য কথিত সন্ত্রাসীদের গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে বলে দাবি করা হয়।
অভিযানে কথিত সন্ত্রাসীদের ৪টি ব্যারাক, ২টি ডিউটি পোস্ট এবং ১টি প্রশিক্ষণ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয় বলে দাবি সেনাবাহিনীর।
সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো: জাহিদ হাসান জানান যে, সন্ত্রাসীরা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য।
তবে ইউপিডিএফ-এর নিরন চাকমা এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউপিডিএফের সাথে কথিত গোলাগুলির ঘটনা সর্বৈব মিথ্যা, বানোয়াট, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।