ধর্ষণের শিকার আদিবাসী জুম্ম তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ আদিবাসী তরুণীটি ঢাকার মগবাজার এলাকার একটি বাড়ীতে গৃহপরিচারিকার কাজ করতেন যেখানে গত ৭ অক্টোবর তার মালিক কর্তৃক তিনি ধর্ষণের শিকার হন। ভুক্তভোগী নিজেই বাদী হয়ে গত ৭ অক্টোবর হাতিরঝিল থানায় একটি মামলা করেছেন বলে উক্ত থানার এসআই নিশ্চিত হয়েছেন।
গত একবছর ধরে সে লুৎফুর রহমান জং (৪০) এর বাসায় কাজ করছিলো। লুৎফুর গত তিন মাস যাবত তাকে নির্যাতন করছিলো এবং তাকে ঘরের বাইরে যেতে দিত না। পুলিশের পক্ষ থেকে এটি বলা হয়। পুলিশ আরো বলেছে যে, লুৎফুর এখন পলাতক।
উৎস: দৈনিক ডেইলী স্টার