কাপ্তাইয়ে ‘গোলাগুলিতে’ একজন নিহত

নিজস্ব প্রতিনিধি।।রাঙামাটির কাপ্তাইয়ে সেনাবাহিনীর সাথে কথিত ‘গোলাগুলিতে’ নিখিল কুমার দাস (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই ২০২২) দুপুর সাড়ে ১২টায় উপজেলার চিৎমরম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কলাবুনিয়া এলাকার ববিতা পাহাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত নিখিল কুমার দাস কাপ্তাই ইউনিয়নের প্রজেক্ট এলাকার চৌধুরীছড়ার মৃদুল কুমার দাসের ছেলে।

পুলিশের ভাষ্য অনুযায়ী ‘নিহত ব্যক্তি সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস-এর একজন সহযোগী। সেনাবাহিনীর কাপ্তাই জোনের অটল-৫৬ এর টহল দলের সাথে জেএসএস সদস্যদের ‘গুলিবিনিময়কালে’ সে নিহত হয়েছে’।

তবে নিহত ব্যক্তি প্রকৃত অর্থে জেএসএস-এর সাথে জড়িত ছিল কিনা তা যাচাই করা সম্ভব হয়নি।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নিখিল কুমার দাসের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *