রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালীতে সেনা ক্যাম্পে ধরে নিয়ে এক নিরীহ ব্যক্তিকে শারীরিক নির্যাতন চালিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল ৯ আগস্ট ২০২০, রবিবার সকালে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার ব্যক্তির নাম রূপায়ন চাকমা (৪৫), পীং-বাইট্যা চাকমা। তার বাড়ি রাইখালী ইউনিয়নের তিনছড়ি জুমিয়া পুনর্বাসন গ্রামে। তিনি পেশায় একজন জুমচাষী ও গ্রামের চায়ের দোকানদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল আনুমানিক ১১টার দিকে কাপ্তাই সেনা জোনের অধীন মিতিঙ্গ্যাছড়ি পাড়ায় স্থাপিত নতুন সেনা ক্যাম্পের কম্যান্ডার সেকেন্ড লেঃ মাহাবুব এর নেতৃত্বে সেনাবাহিনীর একদল সদস্য রূপায়ন চাকমাকে নিজ বাড়ি থেকে ক্যাম্পে ধরে নিয়ে যায়।সেনা ক্যাম্পে নিয়ে গিয়ে সেনা সদস্যরা রূপায়ন চাকমাকে চোখ বেঁধে দিয়ে বেদম মারধর করে আহত করে।
পরে রাত ৭টার দিকে রূপায়ন চাকমাকে আহত অবস্থায় তার পিতা বাইট্যা চাকমা ও গ্রামের কার্বারীর জিম্মায় সেনা ক্যাম্প থেকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
কী কারণে তাকে ক্যাম্পে ধরে নিয়ে এমন নির্যাতন করা হলো সে সম্পর্কে পরিবারের কেউ তা বলতে পারেননি।
তবে একজন সাধারণ মানুষকে এভাবে ক্যাম্পে ধরে নিয়ে নির্যাতনের ঘটনায় এলাকায় নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।