কাউখালীতে সেনাবাহিনী কর্তৃক এক ব্যক্তিকে নির্যাতন ও আরেক ব্যক্তির বাড়িতে তল্লাশি

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকায় সেনাবাহিনী কর্তৃক এক ব্যক্তিকে শারীরিক নির্যাতন ও আরেক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানোর খবর পাওয়া গেছে।

আজ শনিবার (২ জানুয়ারি ২০২১) সকালে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।

শারীরিক নির্যাতনের শিকর ব্যক্তির নাম পাইগ্যা মার্মা (৩৫) পিতা- থুইবাইনু মার্মা , গ্রাম- চৌধুরী পাড়া। আর একই গ্রামে যার বাড়িতে তল্লাশি চালানো হয় তার নাম কংলাউ মার্মা।

স্থানীয় সূত্রে জানা যায়, বেতবুনিয়ার গোদার পাড় ক্যাম্প থেকে আজ সকাল দশটার দিকে সেনাবাহিনীর একদল সদস্য চৌধুরী পাড়ায় হানা দেয়। এসময় রাস্তায় রোদ পোহাতে জড়ো হওয়া ৪/৫ জন গ্রামবাসীর দল থেকে পাইগ্যা মার্মাকে সেনারা ডেকে ‘ই্উপিডিএফ-এর সদস্যরা এলাকায় থাকে কিনা, দোকানে কারা ইউপিডিএফের পোষ্টার লাগিয়েছে, তুমি কি চাকমা না মার্মা’ ইত্যাদি অবান্তর প্রশ্ন করতে থাকে। সেনাদের এহেন প্রশ্নে তিনি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। সেনারা জবাব পেতে দেরী হওয়ায় তাকে গালে চড় মারে এবং লাঠি দিয়ে আঘাত করে।

সে সময় দোকানে লাগানো ইউপিডিএফের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীর পোষ্টার সেনারা ছিঁড়ে ফেলে দেয়। এছাড়া তারাবুনিয়া, বেতবুনিয়া বাজার, মাঝের পাড়া, সুগারমিল, মাজনপাড়া প্রভৃতি এলাকা থেকেও পোষ্টার ছিঁড়ে দেওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে, একই দিন সেনারা চৌধুরী পাড়ার বাসিন্দা কংলাউ মার্মা নামে এক গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালায়। তবে তল্লাশি করে তার বাড়িতে অবৈধ কোন কিছু পায়নি তারা। তল্লাশির পর চলে সময় সেনারা তার দুই বছরের শিশু পুত্রের ছবি তুলে নিয়ে যায়।

অপরদিকে, সেনাবাহিনীর অপর একটি দল ঘাগড়া ইউনিয়নের উল্লো এলাকা থেকে কাঠুরিয়াদের ৫/৬ জীপ সেগুন কাঠ জব্দ করেছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তারা কাঠগুলো পাহারা দিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *