নিজস্ব প্রতিনিধি।। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার করেঙাতলীতে এক পাহাড়ি কলেজ ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে বিপ্লব বড়ুয়া, যিশু চৌধুরী, মো. আরিফ, মো. রাসেল, অমল বড়ুয়া গং কর্তৃক গণধর্ষণের প্রতিবাদে বাঘাইছড়ি সদর ও সাজেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) বাঘাইছড়ি উপজেলা শাখা।
আজ শুত্রুবার (৫ আগস্ট ২০২২) সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলার করেঙাতলী বাজারে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ রুপসা চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পার্বত্য চট্রগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য সবিতা চাকমা ও পিসিপি’র বাঘাইছড়ি উপজেলা সভাপতি লেলিন চাকমা।
অপরদিকে একই ঘটনার প্রতিবাদে সাজেকের বাঘাইহাটেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ইংগেছ চাকমার সঞ্চালনায় ও গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সভাপতি কালো বরন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নালী সংঘেরগ বাঘাইছড়ি উপজেলা নেত্রী অন্বেষা চাকমা ও পিসিপি’র বাঘাইছীড় উপজেলা সাধারণ সম্পাদক নিউটন চাকমা।
বক্তারা বলেন, কল্পনা চাকমা অপহরণ ও অতীতে সংঘটিত নারী ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা না হওয়ায় বার বার এমন লোমহর্ষক ঘটনা সংঘটিত হচ্ছে।
তারা ২৪ ঘন্টার মধ্যে কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত বিপ্লব বড়ুয়া, মো. রাসেল, মো. আরিফ, যিশু চৌধুরী ও অমল বড়ুয়াকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৫ জুলাই পূর্ব পরিচয়ের সূত্র ধরে বিপ্লব বড়ুয়া ভিকটিম ওই কলেজ ছাত্রীকে করেঙাতলী বাজার এলাকায় তার বাসায় ডেকে নিয়ে যায়। এরপর সেখানে বিপ্লব বড়ুয়ার সাথে আরো যোগ দেয় যিশু চৌধুরী, অমল বড়ুয়া, মো. আরিফ ও মো. রাসেল নামের দুর্বৃত্তরা। তারা ওই ছাত্রীকে সেখানে আটকিয়ে রেখে রাতভর পালাক্রমে ধর্ষণ করে।
তবে ওই ছাত্রীর পরিবার লোকলজ্জার ভয়ে এতদিন ঘটনাটি গোপন রাখে। পরে লোকের মুখে মুখে উক্ত ঘটনা নিয়ে কথা বলাবলি হতে থাকলে গতকালই ঘটনাটি সকলের মধ্যে জানাজানি হয়ে যায়।
এদিকে, উক্ত ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানা গেছে