একের পর এক সন্ত্রাসী কার্যক্রম হয়ে যাচ্ছে মানিকছড়িতে, গত ২২ ফেব্রুয়ারি থেকে এই নিয়ে ৫ জন ব্যাক্তি গুম হয়েছে মানিকছড়ি থেকে। তারা সকলেই হয় আদিবাসী না হয় সংখ্যালঘু । তাদের নাম মিংমা চৌধুরী(৩০) রাজপাড়া কাঠ ব্যাবসায়ী, নিপ্রুজাই মারমা (৪৫)মহামুনি কাঠ ব্যাবসায়ী, তপন দাশ (৪৭)রাজপাড়া হোটেল, অংক্যো মারমা (৩২) রাজপাড়া ব্যাবসায়ী এবং টীকলু বড়ুয়া (৪২) রাজপাড়া ব্যাবসায়ী ।
উল্লেখিত ব্যক্তি সকলেরই পরিবারের সাথে কথা বলে জানা গেছে প্রথমে তাদের ব্যবসায়ীক দলিলপত্র চেয়েছিল এলাকার চেয়ারম্যানের পালিত সন্ত্রাসী মোঃ কালাম হোসেন (৩১) এবং জসীম উদ্দিন (২৯) যারা উভয়েই আওয়ামী এবং যুবলীগ কর্মী। পরে তাদের পরিবারকে হুমকি ধমকিও দেয়া হয় দলিলপত্রের জন্য কিন্তু তারা দলিল না দেয়ায় তাদের নিজ নিজ কর্মস্থল থেকে গুলিদেখিয়ে তুলে নিয়ে যায় তারা। উল্লেখিত ভিক্টিমের পরিবার থানায় যোগাযোগ করলে সেখানথেকেও কোন আস্বাস দেয় নি বলে জানায়। এই ঘটনা নিয়ে মানিকছড়ি বাজারের ব্যবসায়ীদের জীবন আতঙ্কের মধ্যে কাটছে।