উখিয়ায় বনখেকো গং কর্তৃক চাকমাদের ওপর হামলা, বেশ কয়েকজন আহত

নিজস্ব প্রতিবেদক।। কক্সবাজারের উখিয়া উপজেলার মনখালী চাকমা পাড়া এলাকায় বনখেকো গংদের হামলায় বেশ কয়েকজন চাকমা নারী-পুরুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার ( ১৮ অগাস্ট ২০২২) বিকাল বেলা এই হামলার ঘটনা সংঘটিত হয়।

জানা যায়, উখিয়া মনখালী চাকমা পাড়া নতুন শ্মশানের পাশে সামাজিক বয়ানের গাছ কেটে ঘর নির্মাণ করে একদল বনখেকো। সংবাদ পেয়ে পরবর্তীতে সংশ্লিষ্ট বন বিভাগ তাদের বাধা দিলে বনখেকোদের সাথে বনবিভাগের কর্মীদের সংঘর্ষ সৃষ্টি হয়। এতে বনবিভাগের কর্মিরা আত্মরক্ষার্থে উপর দিকে ফাঁকা গুলি ছুড়লে বনখেকোরা পালিয়ে যায়।

এদিকে, বন বিভাগকে এই সংবাদ স্থানীয় চাকমারা সরবরাহ করেছে বলে সন্দেহ করে বনখেকো রশিদ আহমেদ গংরা স্থানীয় চাকমাদের ওপর হামলা চালায়। তাদের হামলায় সুফাইতু চাকমা, নেনেমং চাকমা,  চন্দ্র চাকমা, থাইনগ্য চাকমা, রাঙ্গাবি চাকমাসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *