খাগড়াছড়ির আলুটিলা রিছাং ঝর্ণা এলাকা থেকে রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
অপহৃত ব্যক্তির নাম দুল্ল্যে ত্রিপুরা, পিতা- নজ কুমার ত্রিপুরা।
গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে এ অপহরণের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেল সাড়ে ৫ টার সময় আলুটিলা রিঝাং ঝরনা এলাকার দোকান থেকে ফুলেন ত্রিপুরার নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে অপহরণ করে নিয়ে যায়।
অপহরণের পর এখনো তার খোঁজ পাওয়া যায়নি। ফলে তার পরিবারের লোকজন তাকে নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।