রাঙ্গুনিয়া পূর্ব সাহাব্দীনগর গ্রামের ইছামতী নদীর পাশে শ্মশান ভূমি নিমাণের জন্য (দান করা/বরাদ্দকৃত) জমি জোরপূর্বক দখল করেন এলাকার স্হানীয় প্রভাবশালী ইয়াসিন আলী। জমির মালিক নান্টু বড়ুয়া শ্মশান নিমাণের জন্য জমি দান করেন কিন্তু ইয়াসিন আলীর পাশ্ববর্তী জমি থাকায় ঐ জমি জোরপূর্বক দখল করেন, নান্টু বড়ুয়া জমিটা তার বলে দাবি করলে তাকে এবং তার পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকী দিতে থাকে। প্রতিদিন ইয়াসিন আলীর লোকজন নান্টু বড়ুয়ার পরিবারকে ভয় দেখিয়ে যেতে থাকে, তার পরিবার ভয়ে কাউকে কিছুই বলতে পারছে না এবং গ্রামের লোকদেরও হুমকী দেন যেন ঐ জমির আশেপাশে দিয়ে যেন কেউ চলাচল না করে! এ বিষয়ে থানার ওসির সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ না পাওয়া পর্যন্ত আমরা কোন ব্যবস্থা নিতে পারছি না। তবে এর সত্যতা যাচাই করা প্রয়োজন।