সাজেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ইউপিডিএফ

নিজস্ব প্রতিবেদক।। রাঙামাটির সাজেক ইউনিয়নের তলছড়া এলাকায় নতুন স্থাপিত একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর গঙ্গারাম ইউনিট।

গত শুক্রবার (১৭ জুন ২০২২) সকাল ১০টায় নতুন স্থাপিত তলছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি শুভ উদ্বোধন করেন ইউপিডিএফ সংগঠক বোধিক চাকমা।

এরপর এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে কমন চাকমার সঞ্চালনায় ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছীড় উপজেলা সাধারণ সম্পাদক ইংগেছ চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর বাঘাইছড়ি উপজেলা সভাপতি লেলিন চাকমা ও স্থানীয় কার্বারী মুনি বিকাশ চাকমা প্রমুখ। অনুষ্ঠানে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আর্জেন্ট চাকমা বলেন, শিক্ষা ছাড়া মানুষ সঠিক জ্ঞান লাভ করতে পারে না। তাই আমাদেরকে আগে শিক্ষা ক্ষেত্রে মনোযোগ দিতে হবে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার সব সময় উন্নয়নের কথা বলে যাচ্ছে, কিন্তু দুর্গম পাহাড়ে হাজার হাজার শিশু শিক্ষা থেকে বঞ্চিত। এ ব্যাপারে সরকারের কোন পদক্ষেপ নেই।

আর্জেন্ট চাকমা আরো বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তিনি সকল অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য প্রথমে আপনাদের প্রচেষ্টা লাগবে। আজকে যে স্কুলটির কার্যক্রম শুরু হতে যাচ্ছে এটি টিকিয়ে রাখতে হলে স্থানীয় এলাকাবাসীকে সর্বাত্মকভাবে এগিয়ে আসতে হবে। তিনি স্কুলটি চালু রাখার জন্য পার্টির পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দেন।

স্থানীয় মুরুব্বী মুনি চাকমা কার্বারী বলেন, এখানে স্কুলটি নির্মাণ হওয়াতে আমাদের অনেক সুবিধা হলো। এখানে স্কুল না থাকার কারণে আমাদের ছেলে মেয়েরা ঠিকভাবে লেখাপড়া করতে পারছে না। আর স্কুলে যেতে হলে আমাদের গ্রাম থেকে প্রায় ১৫ কিলো দূরত্বে স্কুলে যেতে হয়। স্কুলটি নির্মাণের জন্য তিনি তলছড়া এলাকাবাসীর পক্ষ থেকে ইউপিডিএফকে আন্তরিক অভিনন্দন জানান।

আলোচনা সভা শেষে ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা প্রায় ২৫ জন ছাত্র/ছাত্রীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *