
নিজস্ব প্রতিবেদক।। রাঙামাটির সাজেক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গঙ্গারাম এলাকায় ইউপিডিএফের গঙ্গারাম ইউনিটের উদ্যোগে এলাকার জনগণ ও শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একটি কাঠের সেতু নির্মাণ করে দেওয়া হয়েছে।
গত ৬ জুন ২০২২, সোমবার ইউপিডিএফ সংগঠক মুকুল কান্তি চাকমার নেতৃত্বে সেতুটি নির্মাণ করা হয়।
স্থানীয় এলাকার বাসিন্দারা জানান, বৃষ্টি হলে ছড়ার পানি বৃদ্ধি পায়। ফলে এলাকার জনগণের চলাচলের অসুবিধা হতো। স্কুলের ছাত্র-ছাত্রীরা নিয়মিত স্কুলে যেতে পারতো না। স্কুলে যেতে হলে অন্য পথ দিয়ে ২ ঘন্টা হেঁটে যেতে হতো। এখন সেতুটি নির্মাণের ফলে ছাত্র-ছাত্রীদের যেমন সুবিধা হয়েছে, একইভাবে এলাকার জনগণেরও হাট-বাজারে যাওয়াসহ বিভিন্ন কাজে যাতায়াতের জন্য অনেক সুবিধা হয়েছে।