নিজস্ব প্রতিনিধি।। আদালতে দেয়া নিষেধাজ্ঞা লঙ্ঘন করে লামায় ম্রো-ত্রিপুরাদের ৪০০ একর ভূমিতে অবৈধ প্রবেশ পূর্বক জমি বেদখলের ষড়যন্ত্রের প্রতিবাদে এবং আইন লঙ্ঘনকারী লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর ২০২২) দুপুর ১:০০টার সময় তিন সংগঠনের খাগড়াছড়ি জেলা শাখাসমূহের যৌথ উদ্যোগে খাগড়াছড়ি সদরের নারাঙহিয়া থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি স্বনির্ভর বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারন সম্পাদক শান্ত চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি লিটন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এন্টি চাকমা।
বক্তারা বলেন, স্বাধীনতার পর দেশে যে সরকারগুলো ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তারা সকলে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে সবসময় পাহাড়ি বিদ্বেষমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নামে বেনামে ভূমি বেদখল করে পাহাড়িদের উচ্ছেদের প্রচেষ্টা চালানো হচ্ছে। সরকার “মানুষ নয়, মাটি চাই” এই নীতি গ্রহণ করে পাহাড়ি ধ্বংসের নীল নকশা বাস্তবায়ন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বান্দরবানের লামা উপজেলায় লামা রাবার ইন্ডাস্ট্রিজকে লেলিয়ে দিয়ে সেখানকার ম্রো ও ত্রিপুরাদের জুম ভূমি বেদখলের চেষ্টা করা হচ্ছে।
বক্তারা আরো বলেন, লামা সরই ইউনিয়নে রাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃক রেংযেন ম্রো পাড়া, লাংকম ম্রো পাড়া ও জয়চন্ত্র ত্রিপুরা পাড়ায় বসবারসত ম্রো ও ত্রিপুরাদের ৪০০ একর জুম ভূমি জবরদখলের যে প্রচেষ্টা চালাচ্ছে তা সম্পূর্ণ বৈআইনি ও জবরদস্তিমূলক। স্থানীয় প্রশাসন কর্তৃক গত ২৭ সেপ্টেম্বর জারিকৃত ১৪৪/৪৫ ধারা উপেক্ষা করে গত ৩/৪ দিন ধরে রাবার কোম্পানির নিয়োজিত লোকজন রেংয়েন ম্রো পাড়া এলাকায় পূনরায় অনুপ্রবেশ করে ম্রো ও ত্রিপুরাদের ভোগদখলীয় জুমের বন ও ফলজ বাগান কেটে সাবাড় করে দিচ্ছে। প্রশাসন রাবার কোম্পানির পক্ষাবলম্বন করার করণেই তারা এমন অন্যায় কাজ করার সাহস পাচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন।
বক্তারা বলেন, লামা রাবার ইন্ডাস্ট্রিজ’র লোকজন সেখানকার ম্রো ও ত্রিপুরাদের বিতাড়িত করতে হামলা, মামলা, পানিতে বিষ প্রয়োগসহ নানা অন্যায়-অবিচার চাালিয়ে যাচ্ছে। রাবার কোম্পানির এসব অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। একই সাথে তারা ম্রো ও ত্রিপুরাদের ৪০০ একর জুম ভূমি ও বসতভিটা রক্ষার্থে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
বক্তারা অবিলম্বে আইন লঙ্ঘনকারী লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও জমি ইজারা চুক্তি বাতিলপূর্বক কোম্পানির কার্যক্রম বন্ধে করে দেয়া এবং ম্রো ও ত্রিপরাদের ৪০০ একর জুম ভূমি বেদখলের সকল ষড়যন্ত্র বন্ধের দাবি জানান।