খাগড়াছড়ির মানিকছড়িতে যথাযোগ্য মর্যাদায় ইউপিডিএফ সংগঠক ও পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি মিঠুন চাকমার ৩য় শহীদ বার্ষিকী পালিত হয়েছে।
আজ রবিবার (৩ জানুয়ারি ২০২১) সকালে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ মিঠুন চাকমার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
‘বিপ্লবীর মৃত্যু নেই, বেঁচে থাকে অনন্তকাল বিপ্লবের চেতনায়’ এই শ্লোগানে অনুষ্ঠিত স্মরণসভায় সঞ্চালনা করেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর লক্ষ্মীছড়ি শাখার সাংস্কৃতিক সম্পাদক অংসালা মারমা ও সভাপতিত্ব করেন পিসিপি’র মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি অংহ্লাচিং মারমা। এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ইউপিডিএফ’র মানিকছড়ি ইউনিটের প্রতিনিধি অংচিং মারমা ও এলাকাবাসীর পক্ষে উজাই মারমা।
বক্তারা শহীদ মিঠুন চাকমার চেতনাকে ধারণ করে পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন মিঠুন চাকমা একাধারে রাজনীতিবিদ, সাহিত্যিক, সুচিন্তক হিসেবে তরুণ প্রজন্মের অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি তরুণ প্রজন্মকে অনেক অনুপ্রেরণা যুগিয়ে গেছেন।
বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, যেখানে প্রশাসন সন্ত্রাসী খোঁজার নামে রাত-বিরাতে সাধারণ জনগণের ঘরবাড়ি তল্লাশি চালায়, নিরপরাধ মানুষকে ধরে অস্ত্র গুজে দিয়ে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠায়, সেখানে তিন বছরেও মিঠুন চাকমার খুনিরা গ্রেফতার হলো না কেন?
তারা অবিলম্বে মিঠুন চাকমার খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সাজার দাবি জানান।
বক্তারা শহীদ মিঠুন চাকমার স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মকে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানান।