নিজস্ব প্রতিনিধি।। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ওয়াসু এলাকায় ৬০ পরিবারের মাঝে ৬০০টি আম ও তেঁতুল গাছের চারা বিতরণ করেছে ইউপিডিএফ’র গুইমারা-মাটিরাঙা ইউনিট।
আজ মঙ্গলবার (১২ জুলাই ২০২২) সকাল ১০টার সময় চারা বিতরণ করেন ইউপিডিএফের গুইমারা-মাটিরাঙ্গা ইউনিটের সংগঠক তানিমং মারমা ও নিশান মারমা।
ইউপিডিএফ সংগঠক নিশান মারমা বলেন, ইউপিডিএফ জনগণের পার্টি। তাই এই পার্টি প্রতিষ্ঠালগ্ন থেকেই জনগণের কল্যাণে কাজ করে আসছে এবং পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করে চলেছে। জনগণের আর্থ সামাজিক উন্নয়নেও পার্টি সচেষ্ট রয়েছে।
তিনি বলেন, পার্টি প্রতিবছর বর্ষা মৌসুমে এলাকার দরিদ্র পরিবারের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করে থাকে। তারই ধারাবাহিকতায় আম ও তেঁতুলের চারাগুলো বিতরণ করা হয়েছে।
পার্টি কর্মীরা নিজেরাই নার্সারি করে সযত্নে চারাগুলো উৎপাদন করেছেন বলে জানিয়েছেন ইউপিডিএফ’র গুইমারা-মাটিরাঙা ইউনিটের সমন্বয়ক এডিসন চাকমা।
তিনি বলেন, ইউপিডিএফ রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনগণের কল্যাণে শিক্ষা, স্যানিটেশন সহ নানা ধরনের জনসেবামূলক কর্মসূচি গ্রহণ করে থাকে।