‘পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে এখন সামিরক ফ্যাসিবাদ জারি রয়েছে।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সুলতান আহম্মদ মিলনায়তনে জাতীয় মুক্তি কাউন্সিল (পূর্ব-৩) এ মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় বক্তারা বলেন, দেশের শাসক শ্রেণীর পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত নীতি হল একদিকে সামরিক-ফ্যাসিবাদ জারি রেখে পাহাড়ি জনগণের উপর দমন পীড়ন চালিয়ে তাঁদের প্রতিরোধ শক্তিকে দূর্বল করা এবং অন্যদিকে ভূমি থেকে উচ্ছেদ করে তাঁদের নিজ ভূমেই চিরতরে সংখ্যালঘুতে পরিণত করা। এ প্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষ্যে নিয়েই সম্প্রতি (নভেম্বর ২০১৯) পাহাড়ে র্যাবের একটি ব্যাটেলিয়ান গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যুদ্ধ পরিস্হিতি বা সশস্ত্র বিদ্রোহ না থাকা সত্ত্বেও সেখানে শত শত ক্যাম্পে বিশাল আকারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
বক্তারা শাসক শ্রেণীর এই ফ্যাসিস্ট নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য পাহাড়ে ও সমতলের গণতান্ত্রিক শক্তি ও জনগণের কাছে আহ্বান জানান।
সভায় বক্তারা পাহাড়ে সেনা শাসন প্রত্যাহার, ভূমি জবর দখল বন্ধ ও গুম-খুন নির্যাতন বিষয়ে সোচ্চার হওযার মত প্রকাশ করেন।
এডভোকেট ভুলন ভৌমিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রগতিশীল চিকিৎসক ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ সুশান্ত বড়ুয়া, কথা সাহিত্যিক আহম্মদ জসিম, বাসদ(মার্কসবাদী)র সদস্য সচিব অপু দাশগুপ্ত, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মন্টি চাকমা, আদিবাসী মুক্তি মোর্চার নেতা তিতাস চাকমা, গুমের শিকার হওয়া ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার বোন সুভদ্রা চাকমা প্রমুখ।
মতবিনিময় সভায় সংগঠনের পক্ষ থেকে ধারণাপত্র উপস্হাপন করেন সামিউল আলম ও সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব আমীর আব্বাস।