নিজস্ব প্রতিনিধি।। রাঙামাটির নান্যাচরে সামাজিক অবক্ষয় প্রতিরোধ কমিটির উদ্যোগে জনসচেতনতামূলক পোস্টারিং করা হয়েছে।
আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর ২০২২) হাতে পোস্টারিং করা হয়।
হাতে লেখা এসব পোস্টারে “সমাজ-জাতির ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকুন; ক্যাসিনো ও জিটুইনের মত জুয়া খেলা থেকে বিরত থাকুন; মদ বেচাকেনা থেকে বিরত থাকুন; দোকানে আড্ডা দেয়া থেকে বিরত থাকুন” ইত্যাদি শ্লোগান লেখা রয়েছে।