ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অনি চাকমা আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দীঘিনালায় আকাশ চাকমা ওরফে এ্যাকশন(৩৮) নামে ইউপিডিএফ-এর এক সদস্যকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি ইউপিডিএফের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন ও নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে অভিযোগ করে বলেন, গতকাল রবিবার দিবাগত রাত ১২টার সময় একদল সেনা সদস্য বাবুছড়া ইউনিয়নের নিত্যগান গ্রামের পাশ্ববর্তী গ্রাম থেকে আকাশ চাকমাকে (পিতা- মৃত নরেন্দ্র চাকমা, গ্রাম- বাবুছড়া রাস্তামাথা) গ্রেফতার করে নিয়ে যায়। এ সময় তিনি ঐ গ্রামের একটি বাড়িতে অবস্থান করছিলেন।
বিবৃতিতে তিনি অবিলম্বে গ্রেফতারকৃত আকাশ চাকমাকে নিঃশর্ত মুক্তি ও অন্যায় গ্রেফতার ও দমন-পীড়ন বন্ধের দাবি জানিয়েছেন।
গ্রেফতারের পর তাকে দীঘিনালা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।