গুইমারায় ইউপিডিএফ সংগঠক অংথোই মারমাকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে যুব ফোরামের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি।। পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন প্রত্যাহার করে জনগণের নিরাপত্তা নিশ্চিত কর’ শ্লোগানে গুইমারায় সেনাসৃষ্ট নব্য মুখোশ নবীন গং কর্তৃক ইউপিডিএফ সংগঠক অংথোই মারমাকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) খাগড়াছড়ি জেলা শাখা।

আজ শনিবার (৩ সেপ্টেম্বর ২০২২) দুপুরে খাগড়াছড়ি উপজেলা সদর এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সভাপতি ক্যামরন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনে খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এন্টি চাকমা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নরেশ ত্রিপুরা।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী জুম্মদের ভাইয়ে ভাইয়ে মারামারি বাঁধিয়ে দিয়ে তাদের স্বার্থ হাসিল করছে। গতকাল গুইমারায় ইউপিডিএফ সংগঠক অংথোই মারমাকে হত্যার সাথে সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদ রয়েছে। তাদের মদদে এ ধরনের হত্যাকাণ্ডে প্রতিনিয়ত ঘটেই চলেছে।

বক্তারা আরো বলেন, সেনাবাহিনীর হাতে আজ পার্বত্য চট্টগ্রামের মানুষ জিম্মি হয়ে আছে। ন্যায্য দাবিতে আন্দোলন করলেই সেনাদের রোষানলে পড়তে হচ্ছে, খুন হতে হচ্ছে। নিরাপত্তার নাম দিয়ে তারা খুনিদের আশ্রয় কেন্দ্র খুলে বসেছে। যার কারণে প্রশাসনও এসব খুনিদের গ্রেফতারে সাহস পায় না।

বক্তারা বলেন, সেনাবাহিনী ও সরকার পার্বত্য চট্টগ্রামে ভাইয়ে ভাইয়ে মারামারি বন্ধ হোক তা চায় না। তারা চায় সংঘাত জিইয়ে রেখে জুম্মদের অস্তিত্ব ধ্বংস করে দিতে। সেজন্য জনগণ যখন ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধে মাঠে নেমেছে তখনই তারা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। জেএসএস (সন্তু) ও মুখোশদের লেলিয়ে দিয়ে একের পর এক ইউপিডিএফ’র নেতা-কর্মী হত্যা করছে।

সমাবেশ থেকে বক্তারা অতিদ্রুত ইউপিডিএফ সংগঠক অংথোই মারমার হত্যাকারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *